তারেক রহমানের জন্য আমিরাত থেকে দেশে এল প্রায় ৩ কোটি টাকার গাড়ি

টুইট ডেস্ক: দেশে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি-২৫০। গাড়িটি বিএনপির নামে বিআরটিএতে নিবন্ধন হয়েছে।

জাপানে তৈরি সাদা রঙের ৭ আসনের এই ২৮০০ সিসি জিপটি আমদানি করেছে ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’। কাস্টমস মূল্যায়ন ও শুল্ক-করসহ গাড়িটির মোট দাম দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা।

বিআরটিএ ২ ডিসেম্বর গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দেয়। নিবন্ধন নম্বর: ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮, মালিকানা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।