ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪

টুইট ডেস্ক: ক্যারিবিয়ান সাগরে আরও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ গেছে চারজনের। তথ্যটি নিশ্চিত করেছে পেন্টাগন।
যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তুলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সংঘটিত এই হামলাটি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পরিচালিত হয়। খবর আল জাজিরার।
মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি, পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক চোরাচালান রুট দিয়ে চলছিল নৌযানটি।
সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।






