শ্রীলংকার বন্যা-ভূমিধসে পাশে দাঁড়ালো বাংলাদেশ

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ১০ টন জরুরি ত্রাণ কলম্বোর পথে
টুইট ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র আঘাতে বিধ্বস্ত শ্রীলংকায় এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত, ২০০+ জন নিখোঁজ। ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্থ, ১ লাখ ২৩ হাজার মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। দেশটি জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছে।
বন্ধুপ্রতিম এই সংকটে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে জরুরি ত্রাণ পাঠালো। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ০৮:৪৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান প্রায় ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করে। ত্রাণ হস্তান্তরের পর একই দিনে বিমানটি ফিরে আসবে।
যা পাঠানো হয়েছে-
তাঁবু
শুকনো খাবার (বিস্কুট, চাল, ডাল, চিনি)
মশারি
টর্চ লাইট ও ব্যাটারি
গামবুট, লাইফ জ্যাকেট, হ্যান্ড গ্লাভস
রেসকিউ হেলমেট
জরুরি ঔষধ (প্যারাসিটামল, ওরস্যালাইন, অ্যান্টিবায়োটিক, ব্যান্ডেজ ইত্যাদি)
শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনের কাছে খাদ্য-ঔষধ ও ত্রাণসামগ্রীর জরুরি অনুরোধ জানালে তাৎক্ষণিক এই উদ্যোগ নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সশস্ত্র বাহিনী বিভাগ এই মিশন পরিচালনা করছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী জানিয়েছে, “এই মানবিক সহায়তা শ্রীলংকার ক্ষতিগ্রস্থ জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। যেকোনো বিশ্ব সংকটে বাংলাদেশ সবসময় পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”
২০১৭ সালে রোহিঙ্গা সংকটে শ্রীলংকা যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, আজ তারই প্রতিদান দিলো বাংলাদেশ। “দুর্যোগে মানুষে মানুষে ভাগ করে নেওয়াই আমাদের ঐতিহ্য” — এই বার্তা নিয়ে আকাশপথে উড়ে গেল বাংলাদেশের সহায়তা।








