রাজশাহীতে রাজপাড়া থানা যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর রাজপাড়া থানা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভেড়িপাড়া মসজিদে আয়োজন করা এই অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতাকর্মী ও যুব নেতারা উপস্থিত থেকে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মোনাজাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন ফিরোজ, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল, যুবনেতা শিজু ও মামুন সহ রাজপাড়া থানা যুবদলের সকল নেতাকর্মীরা।
মাহফিলে দোয়া পরিচালনা করেন মোঃ মোমিনুল হক, ভেড়িপাড়া জামে মসজিদের ইমাম। তিনি দেশনেত্রীর দীর্ঘায়ু, রোগমুক্তি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
রাজপাড়া থানা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণের নেত্রী। তাঁর দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় এই ধরনের দোয়া মাহফিল ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।






