বান্দরবান পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বান্দরবানে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: শান্তিপূর্ণ ভোট ও সহযোগিতার আহবান।

বান্দরবান প্রতিনিধি : নবাগত পুলিশ সুপার মো. আবদুর রহমান সোমবার বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি জানান, দেশের অন্যান্য জেলার মতো বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

পুলিশ সুপার বলেন, “এই অঞ্চলের ভোটাররা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং উৎসবের আমেজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।” তিনি আরও জানান, নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, টহল জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে তথ্য শেয়ার করার পাশাপাশি বান্দরবান জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহবান জানান। তিনি বলেন, “প্রিয় বান্দরবান জেলাবাসী, আমি ২৯ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ, পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। পার্বত্য এই জেলার পুলিশি সেবা নিশ্চিতকল্পে আমি এবং আমার অফিসার্স-ফোর্স সর্বান্তকরণে আপনার পাশে থাকবে। অফিস চলাকালীন পুলিশি সেবা ও আইনগত পরামর্শ গ্রহণে আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, পুলিশ প্রশাসন আগামীতেও বান্দরবানের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা।