বান্দরবানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও বৌদ্ধ প্রার্থনা

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানে পৃথক ধর্মীয় আয়োজন।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বান্দরবান জেলায় মুসলিম ও বৌদ্ধ – দুই সম্প্রদায়ের পৃথক ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
কোরআন খতম ও দোয়া মাহফিলের পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের বিশেষ সমবেত প্রার্থনা সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বান্দরবান জেলা জাতীয়তাবাদী আদর্শ সংস্থা সমাজসেবী (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার এবং সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। নেতারা দেশনেত্রীর সুস্থতা কামনা করে বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ।”
একই দিনে বিকেলে রাজগুরু বৌদ্ধ বিহারে জেলা বিএনপির সদস্য চনুমং মারমার উদ্যোগে বৌদ্ধ সম্প্রদায়ের বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথেরো শীল প্রদান ও ধর্মীয় দেশনা পরিচালনা করেন। তিনি বলেন, “মানবতার কল্যাণে প্রার্থনা সব ধর্মের মূল শিক্ষা। আমরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চনুমং মারমা, অংচমং মারমা, চাইউগ্য মেম্বার, অংসাহ্লা মারমা ও নুথোয়াইচিং মারমা সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৌদ্ধ সম্প্রদায়ের বহু নেতাকর্মী।
বৌদ্ধ ও মুসলিম উভয় সম্প্রদায়ের অংশগ্রহণে এই দুই আয়োজন বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও উজ্জ্বল করে তুলেছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা জানান, ভিন্ন ধর্মের মানুষের এই যৌথ প্রার্থনা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও জনসম্পৃক্ততার শক্তিশালী বহিঃপ্রকাশ। তারা আরও আশা প্রকাশ করেন, দেশনেত্রী অচিরেই সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন।








