বান্দরবানে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ শুরু

সাংবাদিকতার আধুনিক রূপান্তরে নতুন দিগন্ত, বান্দরবানে ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ।

নিজস্ব প্রতি‌নি‌ধি: ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকতার দক্ষতা বাড়াতে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের ৫০ জনেরও বেশি সাংবাদিক অংশ নিচ্ছেন।

২৫ নভেম্বর সকালে বান্দরবান প্রেস ক্লাবের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার। তিনি বলেন, “ডিজিটাল যুগে সাংবাদিকদের দক্ষতা বাড়ানো সময়ের দাবি। আধুনিক টুলস, ভিডিও সাংবাদিকতা ও ফ্যাক্ট-চেকিং এখন সংবাদ পরিবেশনের অবিচ্ছেদ্য অংশ।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনএ জাকির, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকতসহ ক্লাবের অন্যান্য সদস্য।

প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল সেটিংস, ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট, ভিডিও শুটিং, মোবাইলভিত্তিক সাংবাদিকতা, ডিজিটাল স্টোরি টেলিং, এআই টুল ব্যবহারের কৌশল এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রথম দিনের সেশন পরিচালনা করেন বাংলানিউজ২৪ ডটকমের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মিনহাজুল আবেদীন রিয়াজ চৌধুরী। তিনি বলেন, “ডিজিটাল সাংবাদিকতা এখন শুধু লেখা নয়; এটি ছবি, ভিডিও, অডিও ও ডেটাভিত্তিক কনটেন্ট তৈরির সমন্বিত কাজ। এই প্রশিক্ষণ স্থানীয় সাংবাদিকদের দক্ষতা আরও বাড়াবে।”

পিআইবি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হচ্ছে, যাতে সাংবাদিকরা প্রযুক্তি ও কনটেন্ট তৈরির নতুন ধারা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন।

আগামী ২৭ নভেম্বর বিকেলে মূল্যায়ন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে। আয়োজকদের আশা, এই প্রশিক্ষণ বান্দরবানের সাংবাদিকতার ডিজিটাল রূপান্তরকে আরও শক্তিশালী করবে।