রাঙামাটি–বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা

রাঙামাটি–বান্দরবানে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, বান্দরবানে ২৬ বম পরিবারকে রসদ সহায়তা।
নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি ও বান্দরবানে ক্ষতিগ্রস্ত ও প্রত্যাবর্তনকারী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই অঞ্চলে পৃথকভাবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন বিতরণ এবং বম সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে রসদ সহায়তা প্রদান করা হয়েছে।
রাঙামাটির নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বাকছড়ি এলাকার বাসিন্দা সমেন্ট চাকমার আগুনে পুড়ে যাওয়া বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করে।
নানিয়ারচর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসির দিক নির্দেশনায় বাকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মুহীব মাসরুর চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই সহযোগিতায় সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সেনাবাহিনীর নিঃস্বার্থ সহায়তা তাদের জীবনে বড় ভূমিকা রাখছে। নানিয়ারচর সেনা জোন ভবিষ্যতেও এলাকার জনগণের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস দেয়।
এদিকে, বান্দরবানে সেনা জোনের উদ্যোগে বম সম্প্রদায়ের ২৬টি প্রত্যাবর্তনকারী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকালে জোনের বলিবল গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।
তিনি বলেন, বম পরিবারের নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী নেবে এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ অঞ্চলে তার দীর্ঘ কর্মঅভিজ্ঞতার উল্লেখ করে তিনি বলেন, বান্দরবানের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে এবং কোন পরিবার যেন দুরবস্থায় না পড়ে—সেনাবাহিনী সেই নিশ্চিত করতে বদ্ধপরিকর।
প্রত্যেক পরিবারকে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি লবণ, ৫ কেজি তেল, ৫ কেজি আলু এবং ৫ কেজি পেঁয়াজ প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম, পিপিএমসহ সেনা কর্মকর্তা, সাংবাদিক এবং বম সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং মানবিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।







