রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় তাহেরপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাহেরপুর হরিতলা এলাকার পার্টি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু; তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু; ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল কবিরাজ; ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন; ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী; সাবেক যুবদল আহ্বায়ক মো. রফিকুল ইসলাম; যুবদল নেতা হালিম, রাসেল ফরাসি, নাছিম রেজা সুজন; স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম; যুবনেতা জুয়েল কবিরাজ; তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল সরদার; সাবেক কলেজ ছাত্রদল আহ্বায়ক আবু বাসার; কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ওহাব সরদার ও সদস্য সচিব রাশেদুল ইসলাম শুভসহ পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।






