বান্দরবানে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

বান্দরবানে তারুণ্যের উৎসব: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
বান্দরবান প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিশেষ আলোচনা সভা।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস, বান্দরবান।
যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–মোঃ এনায়েত করিম, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মোঃ আনোয়ার হোসেন, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, বান্দরবান, আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি, বান্দরবান প্রেস ক্লাব, আসিফ ইকবাল, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
আলোচনা সভার সভাপতি ছিলেন এস. এম. হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), বান্দরবান পার্বত্য জেলা।
উপস্থিত বক্তারা তরুণ প্রজন্মের শক্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারাকে দেশের উন্নয়নযাত্রায় যুক্ত করার আহ্বান জানান। তরুণদের জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। আলোচনার স্থান ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুম, বান্দরবান






