নানিয়ারচরে সেনাবাহিনীর অনুপ্রেরণামূলক ক্লাস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক ক্লাস ও ক্রীড়া সামগ্রী বিতরণ
শহিদুল ইসলাম, রাঙ্গামাটি থেকে: নানিয়ারচর সেনা জোন (১৭ বেঙ্গল)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর অংশ হিসেবে কুতুকছড়ি আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মাউরুম কলেজে অনুষ্ঠিত হয়েছে এক অনুপ্রেরণামূলক কর্মসূচি।
উদ্দেশ্য—পার্বত্য অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় “সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগদানের সুযোগ-সুবিধা ও প্রস্তুতি” শীর্ষক ক্লাস পরিচালনা করেন কুতুকছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার বিএ-৯০১৫ মেজর মোঃ সায়েম আকতার সৌধ। ক্লাসে উপস্থিত ছিলেন ৮৫ জন পাহাড়ি ছাত্র-ছাত্রী। তারা সেনাবাহিনীতে যোগদানের বিধিনিষেধ, যোগ্যতা, প্রশিক্ষণব্যবস্থা ও কর্মজীবনের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে সক্ষম হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে উদ্বুদ্ধকর বক্তব্য দেন এবং ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর বরাদ্দ থেকে কলেজকে নিচের ক্রীড়া সামগ্রী প্রদান করেন।
ফুটবল জার্সি: ১৫টি, গোলকিপার গ্লাভস: ১ জোড়া, ফুটবল: ২টি।
এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সেনাবাহিনীর প্রতি আস্থা ও শ্রদ্ধা বাড়িয়ে তুলেছে। এলাকাবাসীরা জানান, শিক্ষা, খেলাধুলা ও উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনীর এই সহযোগিতা তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
নানিয়ারচর জোন জানায়, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।






