‘নাগরিকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে কাজ করছে সরকার’

টুইট ডেস্ক: বাংলাদেশে আর কখনও ইন্টারনেট শাটডাউন হবে না। নাগরিকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে কাজ করছে সরকার, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে আইসিটি ভবনে কৃত্রিম বুদ্ধিমতা প্রস্তুতি মূল্যায়ন বিষয়ক এক প্রতিবেদনের প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যেন নাগরিকদের গোপনীয়তা নষ্ট করতে না পারে সেই বিষয়টি প্রাধান্য দিয়েও কাজ করছে সরকার।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেদনের মূল্যায়ন কেবল প্রযুক্তিগত সক্ষমতা নয়, একই সাথে মানবাধিকার, শাসনব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং ডেটা সুরক্ষাসহ পুরো ডিজিটাল ইকোসিস্টেমকে একসঙ্গে নিয়ে আসাও মূল লক্ষ্য।

এসময় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিমূলক সংস্থা (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, বৈশ্বিকভাবে সবচেয়ে বড় ঝুঁকি এখন সংযোগ বৈষম্য। তাই সংযোগ বৈষম্য দূর করাই এখন নৈতিক এআই বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।