সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কিছু জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প

টুইট ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কিছু জানতেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে সৌদি যুবরাজ এমবিএস’র সাথে সাক্ষাৎ করেন ট্রাম্প। সেখানে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। বিন সালমানের সম্পৃক্ততা নিয়েও ওঠে প্রশ্ন।
জবাবে সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, সৌদি এজেন্টদের ওই হত্যাকাণ্ড নিয়ে অবগত ছিলেন না এমবিএস।
ট্রাম্প বলেন, আপনারা যার কথা বলছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন। অনেকেই তাকে পছন্দ করতেন না। পছন্দ করেন বা না করেন, একটা ঘটনা ঘটেছে। কিন্তু বিন সালমান এর কিছুই জানতেন না। তাই বিষয়টি ছেড়ে দেয়া উচিত। এ ধরনের প্রশ্ন করে আমাদের অতিথিকে বিব্রত করতে পারেন না।
এ সময়, এমন প্রশ্নের জন্য এবিসি নিউজের সাংবাদিককে তিরস্কারও করেন তিনি।






