বান্দরবান কালেক্টরেট স্কুলে লাইব্রেরি-গার্লস কর্নার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে লাইব্রেরি-গার্লস কর্নার উদ্বোধন করলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আধুনিক পাঠাগার, গার্লস কর্নার, অভিভাবক কর্নারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে এসব কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয় চত্বরে নিম গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শামীম আরা রিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ে লাইব্রেরি, গার্লস কর্নার, অভিভাবক কর্নারের মতো সুযোগ-সুবিধা বাড়ানো হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতি আরও মনোযোগী হবে এবং ভালো ফলাফল অর্জন করতে পারবে।” তিনি আগামীতেও প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন ও শিক্ষার মানোন্নয়নে আরও উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।

নিম গাছ রোপণের সময় জেলা প্রশাসক পরিবেশ সচেতনতামূলক বার্তা দিয়ে বলেন, “একটি নিম গাছ প্রাকৃতিকভাবে ১৫টি এসির সমান কাজ করে। এটি শুধু ছায়া দেয় না, বাতাসকে বিশুদ্ধ ও ঠাণ্ডা রাখে। একটি পরিপক্ক নিম গাছের ছায়ার নিচে তাপমাত্রা আশপাশের চেয়ে গড়ে ১০ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। এর জীবনকালে পরিবেশের যে সেবা দেয়, তার আর্থিক মূল্য ২৪ থেকে ৩০ হাজার মার্কিন ডলারের সমান।” তিনি সবাইকে বাড়ির আশপাশে খালি জায়গায় নিম গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু তালেব, সহকারী কমিশনার জয়া দত্ত, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।