নির্বাচনী দায়িত্বে দক্ষতা বাড়াতে আরএমপির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে আরএমপির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।

রাজশাহী থে‌কে মুরাদুল ইসলাম স‌নেট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব আরও দক্ষতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তিন দিনব্যাপী সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছে।

“থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আরএমপি লাইন্সের পিওএম কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল ৯টায় ৪র্থ পর্যায়ের ৯ম ব্যাচের এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম। তিনি বলেন, জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে পুলিশের ভূমিকা অপরিহার্য।

তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান, নির্বাচনী আচরণবিধি, ভোটার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার দক্ষতা সঠিকভাবে অর্জন করে মাঠে তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপস অ্যান্ড প্রসিকিউশন) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার)। তারা জানান, এই প্রশিক্ষণ ফোর্স ম্যানেজমেন্ট, ক্রাইম প্রতিরোধ এবং নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে। তাদের মতে, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা মাঠপর্যায়ে জনআস্থা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলমান এই কর্মশালায় অংশ নিচ্ছেন প্রায় ৫০ জন পুলিশ সদস্য—কনস্টেবল থেকে এসিপি পর্যায়ের কর্মকর্তারা। প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে নির্বাচনী আচরণ সংহিতা (ECODE), ভোটার অধিকার, পোলিং স্টেশন নিরাপত্তা, ক্রাউড কন্ট্রোল, জরুরি চিকিৎসা ব্যবস্থা, সিডিএমএস ও ডিজিটাল মনিটরিং, সাইবার নিরাপত্তা, টিমওয়ার্ক, মানসিক স্বাস্থ্য এবং পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে কেস স্টাডি ও মক ড্রিল।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে এবং সনদ প্রদান করা হবে। পুলিশ হেডকোয়ার্টারের তথ্যমতে, সারাদেশে ইতোমধ্যে ৪৮,০০০–এর বেশি পুলিশ সদস্য এমন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত আরএমপি বর্তমানে ১২টি থানা নিয়ে প্রায় ৯০০ বর্গকিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করছে। আইজিপি বাহারুল আলমের নির্দেশনায় নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আরএমপি পূর্বেও আরইউসিএসইউ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় নির্বাচনে বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করেছে। আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশিক্ষণার্থীরা জানান, এই প্রশিক্ষণ তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব বৃদ্ধি করবে।

আরএমপি আশা করছে, তাদের উদ্যোগ নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও সুষ্ঠু রাখতে বিশেষ ভূমিকা রাখবে।