পাকিস্তানের হায়দ্রাবাদে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

টুইট ডেস্ক: পাকিস্তানের হায়দ্রাবাদের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৭ জন। সেইসাথে, গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।

রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ডন।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার আগুন লাগার পর কারখানাটিতে বিস্ফোরণ হয়। এতে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় স্থাপনাটি। জোরালো বিস্ফোরণে কয়েক মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে ইট-পাথর।

এসময় ভেতরে ছিলো শিশু শ্রমিকরাও। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিস এন্ড রেস্কিউ টিম। সাত মরদেহের পাশাপাশি এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে গুরুতর দগ্ধ আরও ৬ জনকে। দ্রুত হাসপাতালে নেয়া হয় আহতদের। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা।