অস্ট্রেলিয়ায় রেস চলাকালীন সময় সমর্থকদের ওপর উঠে গেল গাড়ি, আহত ৯

টুইট ডেস্ক: দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার ওয়ালচা শহরে ডেমোলিশন ডার্বি রেস চলাকালীন একটি গাড়ি জনসমুদ্রে ঢুকে পড়ে। এতে ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।
নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে ওয়ালচা শহরে অনুষ্ঠিত রেসে অংশ নেয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গ্র্যান্ডস্ট্যান্ডে ধাক্কা দেয়। সেসময় সমর্থদের ভিড়ে ঢুকে যায় গাড়ি।
রেসটি বার্ষিক ওয়ালচা মোটরসাইকেল র্যালির অংশ হিসেবে ডেমোলিশন ডার্বি আকারে আয়োজিত হয়েছিল-এটি একটি ধরনের মোটরস্পোর্ট যেখানে ড্রাইভাররা একে অপরের যানবাহনে ধাক্কা মারেন।
উত্তর টেবল্যান্ডসের সংসদ সদস্য ব্রেন্ডান মোয়লান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ৯ জন এখনও হাসপাতালে রয়েছেন এবং ‘তারা এখন সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন’।
পুলিশ জানিয়েছে, আহতের বয়স ২০ থেকে ৭৫ বছরের মধ্যে, আর গুরুতর আহত ব্যক্তি একজন ৫৪ বছর বয়সী পুরুষ। ঘটনার তদন্ত চলছে।






