বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৬ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জোনের রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে সেনাবাহিনীর নিয়মিত তল্লাশি অভিযানে ৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বান্দরবানে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

শনিবার বিকেলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ পিএসসি-এর নির্দেশনায় রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের সময় তারা নিজেদের মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন।

আটক ব্যক্তিদের পরিচয়:
১. রহিমুল্লাহ (২৪)
২. হাসিমোল্লা (৩৯)
৩. হানিফ (২৫)
৪. ইমাম হোসেন (২৭)
৫. সৈয়দ আলম (৩২)
৬. মোঃ সাগের (২১)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে এসে রাজমিস্ত্রির কাজ নিতে যাচ্ছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

বান্দরবান জোন কর্তৃপক্ষ জানায়, পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও জোন কমান্ডারের নির্দেশনা অনুযায়ী দ্রুত, পেশাদারী ও কার্যকর তৎপরতার মাধ্যমে যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় তারা বদ্ধপরিকর।