১৩ নভেম্বর: উত্তেজনাপূর্ণ দিন শেষে স্বস্তি ঢাকায়

টুইট ডেস্ক: জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের দিন নির্ধারণ ঘিরে আজ (বৃহস্পতিবার) ছিল ঢাকায় টানটান উত্তেজনা। এদিন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি থাকলেও আশঙ্কিত নাশকতার বড় কোনো ঘটনা ঘটেনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে। এছাড়া আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণ, আওয়ামী লীগের কার্যালয়ে আগুন এবং রাজধানীতে দলটির নেতাকর্মী গ্রেপ্তারের ঘটনায় ঘটনাবহুল কেটেছে দিনটি।
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন-
দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা কিছু পরিত্যক্ত ব্যানার ও ময়লায় আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের সামনের অংশে ভাঙচুরও চালানো হয়।
বিক্ষুব্ধরা সে সময় স্লোগান দেয়-
‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও‘,গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’, যুবলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও।’
ফায়ার সার্ভিস জানায়, আগুন তেমন বড় ছিল না। পুরোনো ব্যানার ও ময়লা জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে।
রায়ের দিন নির্ধারণ-
মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ের দিন ঘোষণা করেন। প্যানেলের অপর দুই বিচারপতি ছিলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদ।
গত ২৩ অক্টোবর সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজার দাবি করেন। এর পর আজ রায়ের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া-
রায়ের দিন ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,“আমরা আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছি। আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন বলে আমরা বিশ্বাস করি।”
প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদ অনুমোদন-
আজ দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে।
তিনি বলেন, নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হলে সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না, বরং উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”
এর আগে উপদেষ্টামণ্ডলীর সভায় ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতির কাছে পাঠানোর পূর্বে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষরও করেন প্রধান উপদেষ্টা।
নাশকতা চেষ্টায় গ্রেপ্তার ৪৩ জন–
এদিকে, ঢাকায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতার চেষ্টায় ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে নাশকতা ও ঝটিকা মিছিলের চেষ্টা করায় তাদের আটক করা হয়।
তবে সারাদিনে রাজধানীর জনজীবন ছিল মোটামুটি স্বাভাবিক। যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও বড় কোনো সহিংসতা ঘটেনি।






