নির্বাচিত সরকারের সাথে আলোচনা করে ঋণের কিস্তি ছাড় দেবে আইএমএফ

টুইট ডেস্ক: ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারপর বাংলাদেশে আসবে আইএমএফ মিশন। নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পরই ছাড় হবে ষষ্ঠ কিস্তির অর্থ। এমনটা জানিয়েছেন, আইএমএফ’র বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ।
ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের আগে সার্বিক অবস্থা পর্যবেক্ষণে বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করে আইএমএফ টিম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলা হয়, অর্থনৈতিক সংস্কার চলমান থাকলেও কাঙ্খিত ফলাফল নেই। এনবিআরে সংস্কার হলেও জিডিপি’র অনুপাতে বিশ্বের সবচেয়ে কম রাজস্ব আদায় করছে বাংলাদেশ।
এ ছাড়াও, ব্যাংক খাতে সংস্কার চলমান রয়েছে। সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি মূল্যস্ফীতি। পে কমিশন এমন সময় গঠন এবং বাস্তবায়নের আলোচনা শুরু হয়েছে, যখন অভ্যন্তরীণ আয় খুবই কম।
ব্রিফিংয়ে আরও বলা হয়, নানাদিক থেকে সরকারের ব্যয়ের চাপ তৈরী হয়েছে। আইএমএফ সম্পর্কে ধারণা নিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে আইএমএফ প্রতিনিধি দল।






