‘সনদের মাধ্যমে চাপিয়ে দেয়া বিষয়গুলো গ্রহণযোগ্যতাও বিবেচনা করতে হবে’

টুইট ডেস্ক: নির্বাচিত সংসদই জনগণের সমস্ত চাহিদার বিষয়ে আলোচনা করে সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। একইসাথে জুলাই সনদের মাধ্যমে চাপিয়ে দেয়া বিষয়গুলো জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তাও বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক নির্বাচন সংলাপে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যেও দ্বিমত থাকতে পারে। পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। এ সময় অতি দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন অনেক কিছু জটিল করে ফেলেছে। আগামী সংসদ কি করবে তাও বেঁধে দিতে চায় কমিশন। এ সময় জনগণ যাদের নির্বাচিত করবে তাদের ওপর আস্থা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।