ইরাকের জাতীয় নির্বাচনে জয় পাওয়ার দাবি শিয়া আল সুদানির

টুইট ডেস্ক: ইরাকের জাতীয় নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি।

বুধবার (১২ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নিজের নেতৃত্বাধীন জোটের জয়ের কথা জানান তিনি। তবে, তার দল একক সংখ্যাগররিষ্ঠতা না পাওয়ায় শীঘ্রই সরকার গঠনে জোট শরিকদের সাথে আলোচনা শুরু হবে বলে জানান তিনি।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার ১ কোটি ৯ লাখ ৪ হাজার ৬৩৭ জন নাগরিক ভোট দিয়েছেন। এর আগে, রোববার একটি বিশেষ ভোটদানের মাধ্যমে ১০ লাখ ৮৪ হাজার ২৮৯ জন সামরিক ও নিরাপত্তা কর্মী এবং ২০ হাজার ৫২৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি ভোট দিয়েছেন। এতে চূড়ান্ত ভোটদানের হার ৫৬ দশমিক ১১ শতাংশে পৌঁছায়।

অপরদিকে, এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইরাকের বেশিরভাগ তরুণ ভোটার এই নির্বাচনকে শুধু প্রতিষ্ঠিত দলগুলোর দেশের তেল সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করার একটি মাধ্যম হিসেবে উল্লেখ করে ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

এর আগে, সুদানির নেতৃত্বাধীন রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট জোট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর দাবি, পার্লামেন্টের ৩২৯ আসনের বেশিরভাগেই জয় পেয়েছে তার জোট।