শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ৫ আসামির দশ দিনের রিমান্ড

টুইট ডেস্ক: শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় গ্রেফতারকৃত পাঁচ আসামিকে মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিম ডিবির পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন রিমান্ডের আবেদন করলে আদালত এই আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন, মো. ফারুক হোসেন ফয়সাল (৩৮), রবিন আহম্মেদ ওরফে পিয়াস (২৫), মো. রুবেল (৩৪), শামীম আহম্মেদ (২২) ও মো. ইউসুফ জীবন (৪২)।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাজধানীর পুরোনো ঢাকায় গুলিতে নিহত হন তারিক সাঈফ মামুন। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।