যুদ্ধবিরতির পর গাজায় ১,৫০০-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল

ছবি : সংগৃহীত

টুইট ডেস্ক: গাজার কিছু এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী, কমপক্ষে ১,৫০০ ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে অনেক বাড়ি, বাগান ও খামার অন্তর্ভুক্ত বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্যাটেলাইট ছবি ও রাডার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলি সেনারা এক মাসের কম সময়ে পুরো এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

ধ্বংসকৃত এলাকার মধ্যে পূর্ব খান ইউনিসের আবাসান আল-কবিরা উল্লেখযোগ্য, যেখানে আগের কোনো ক্ষতি দেখা যাচ্ছিল না।

স্থানীয় বাসিন্দা লানা খালিল জানান, তার বাড়ি ছিল খামার ও সবজির বাগানসহ ‘স্বর্গের মতো’। এখন সেই এলাকা ধ্বংস হয়ে গেছে। রাফাহ শহরের পূর্বে আল-বায়ুক এলাকায়ও একই দৃশ্য লক্ষ্য করা গেছে।

স্থগিতের পরও গাজায় বিস্তৃত ধ্বংসযজ্ঞ এবং হাজার হাজার মানুষকে অস্থায়ীভাবে সরানোর ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে। এই পরিস্থিতি গাজার পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ার ওপর নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।