নবীন বরণে রঙিন বান্দরবান বিশ্ববিদ্যালয়

উৎসাহ-উদ্দীপনায় নতুন যাত্রার অঙ্গীকার
বান্দরবান প্রতিনিধি: সবুজ পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় উৎসবমুখর এক ক্যাম্পাসে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল (অব.), বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য ড. অং চালু, এম. আবদুর রহিম, এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে নতুন শিক্ষাজীবনের স্বপ্ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা। তারা সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব, নেতৃত্বগুণ বিকাশ, এবং নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ নাগরিক হয়ে উঠার প্রতিজ্ঞা ব্যক্ত করে।
ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল পাঠশালা নয়—এটি ব্যক্তিত্ব বিকাশের কেন্দ্র। সহশিক্ষা, নেতৃত্ব, সততা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সেরা রূপে গড়ে তুলবে।”
নবীনরা তাঁদের সিনিয়র ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—“তোমাদের পরামর্শ ও সহায়তা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তোমরাই আমাদের পথপ্রদর্শক।”
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।






