পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, বইছে শীতল হাওয়া

টুইট ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে নেমেছে হেমন্তের আগাম শীত। সন্ধ্যা নামতেই কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। সাথে বইছে শীতল হাওয়া।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।

সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

এর আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি কমে গেছে।

এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ে যাচ্ছে সাদা চাদরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

দিন-রাতের তাপমাত্রায় বেড়েছে পার্থক্য। এতে ঠাণ্ডাজনিত রোগ বৃদ্ধি পেয়েছে জেলায়। প্রতিদিনই সদর হাসপাতাল-সহ বিভিন্ন উস্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় বাড়ছে বলে জানিয়েছে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়।