মারা যাননি ধর্মেন্দ্র, ভারতীয় সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ হেমা মালিনীর

টুইট ডেস্ক: বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে প্রবলভাবে ছড়ানো হয় বলিউডের লেজেন্ড অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যু সংক্রান্ত খবর। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস, জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যম তার প্রয়ানের খবর প্রকাশ করার পর একটি নিউজ করে যমুনা টেলিভিশন। তবে, অভিনেতার স্ত্রী হেমা মালিনী এবং কন্যা ঈশা দিওল স্পষ্টভাবে এই খবর মিথ্যা বলে জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের কারণে, যা থেকে ধর্মেন্দ্রের মৃত্যুর ইঙ্গিত পাওয়া যায়।
হেমা মালিনী জানিয়েছেন, ‘ধর্মেন্দ্র বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। আমরা সবাই তার পাশে আছি। সকলের প্রার্থনা কামনা করছি তার দ্রুত সুস্থতার জন্য।’
ঈশা দিওল বলেন, ‘মিডিয়া ভুল তথ্য ছড়াচ্ছে। বাবা সুস্থ এবং সুস্থতার পথে আছেন। আমাদের পরিবারকে গোপনীয়তা দিন।’
সানি দিওলের টিমও জানিয়েছে, ‘বাবার অবস্থা স্থিতিশীল ও পর্যবেক্ষণে আছেন। দয়া করে গুজব ছড়াবেন না এবং পরিবারের গোপনীয়তা রক্ষা করুন।’
উল্লেখ্য, অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন।






