সংকট সমাধানে বিএনপি ডাকলে একসঙ্গে বসবে জামায়াত

টুইট ডেস্ক: সংকট সমাধানে বিএনপি ডাকলে একসঙ্গে বসবে জামায়াত। আলোচনার মাধ্যমে সমাধানে বিএনপি ইতিবাচক সাড়া দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হামিদুর আযাদ বলেন, আগামীকাল জামায়াতের সমাবেশ থেকে দেশ ও জাতি একটি নির্দেশনা পাবে। সে সাথে সরকারকেও একটি বার্তা দেওয়া হবে। দাবি আদায় না হলে রাজধানী থেকে সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এসময় কালকের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির প্রত্যাশা করেন জামায়াতে ইসলামী।

দলটির সমাবেশ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। জনদুর্ভোগ কিছুটা কমিয়ে আনার লক্ষ্যেই এই সময় নির্ধারণ করা হয়েছে বলেও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি।