গোপনে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে মেসি, ভক্তদের যে বার্তা দিলেন

টুইট ডেস্ক: দীর্ঘ দুই বছর পর নতুন রূপে সাজানো স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে ফেরার অপেক্ষায় আছে ফুটবল ক্লাব বার্সেলোনা। কিন্তু মাঠে ফেরার আগেই সমর্থকদের জন্য এসেছে এক চমক-ক্লাবের কিংবদন্তি লিওনেল মেসি হঠাৎই পরিদর্শন করেছেন পুনর্নির্মিত ন্যু ক্যাম্প!
আর্জেন্টাইন তারকা মেসি ২০২১ সালে বার্সেলোনা ছাড়লেও, ক্লাবটির প্রতি তার ভালোবাসা কখনও লুকানো ছিল না।
তবে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে সবসময়ই নানা জল্পনা ছিল।
কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়-মেসি নিজেই উপস্থিত হয়েছেন পুনর্গঠিত স্পোটিফাই ক্যাম্প ন্যু পরিদর্শনে।
এটি ছিল সম্পূর্ণ গোপন সফর, যা জানতে পেরে বিস্মিত হয়েছেন ক্লাবের কর্মকর্তারাও।
বার্সেলোনা আশাবাদী, চলতি মাসের শেষ দিকেই দলটি তাদের দুই বছরের নির্বাসন শেষে আবারও ক্যাম্প ন্যুতে খেলতে পারবে।
পরিদর্শনের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লেখেন- ‘গত রাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যাকে আমার আত্মা দিয়ে মিস করি।যেখানে আমি ছিলাম সুখী, আর তোমরাই আমাকে বিশ্বের সবচেয়ে আনন্দিত মানুষ বানিয়েছিলে। আমি আশা করি, একদিন এখানে আবার ফিরে আসবো।






