সেল্টা ভিগোর বিরুদ্ধে লেভানডোভস্কির হ্যাটট্রিক

টুইট ডেস্ক: গত মাসে স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গ্যালাক্টিকোদের কাছে ২-১ গোলে হেরে যায় কাতালান জায়ান্টরা। ইনজুরির কারণে বেঞ্চে ছিলেন দলের অনেক তারকা প্লেয়ার। তালিকায় ছিলেন লেভানডোভস্কিও।

কিন্তু রোববার (৯ নভেম্বর) এস্তাদিও আবানকা বালাইদোসে সেল্টা ভিগোর ঘরের মাঠে জ্বলে উঠেন এই থান্ডারাস পোলিশ স্ট্রাইকার।

মারকাস রাশফোর্ডের দুর্দান্ত এক পাসে ট্যাপ-ইন করেন লেভানডোভস্কি। ফলে আবার লিড নেয় বার্সা। তবে বিরতির আগেই ইগলেসিয়াসের দারুণ গোলে স্কোরলাইন ২-২ করে স্বাগতিকরা। আর ইনজুরি টাইমে ইয়ামালের ফিনিশিংয়ে পিছিয়ে পড়ে সেল্টা ভিগো।

ম্যাচের ৭৩তম মিনিটে মারকাস রাশফোর্ডের নেয়া কর্নার কিক দুর্দান্ত এক হেড করে বল জালে পাঠান আরএল৯। নিজের হ্যাটট্রিক পূরণ করে বার্সার জয় নিশ্চিত করেন লেভানডোভস্কি।