রাজশাহীতে স্বতন্ত্রের মিছিলে হামলা, প্রার্থীসহ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৪ (বাগমারা) আসনের গণীপুর ইউনিয়নের মাদারিগঞ্জ বাজারে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির প্রচার মিছিলে অতর্কিত হামলা হয়েছে। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা নৌকা প্রতীকের পক্ষে শ্লোগান দিয়ে মিছিলে হামলা চালায়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। যাদের বেশীর ভাগই ইটের আঘাতে মাথা ফেটে গেছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের শীরেরও ইটের আঘাত লাগে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ৪টার দিকে মাদারিগঞ্জ বাজারের উত্তর পাশ থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। গণসংযোগ শুরু পর সেটি প্রচার মিছিলে রুপ নেয়। কাঁচি প্রতীকের শ্লোগান দিতে দিতে প্রার্থী ও তার সমর্থকরা প্রায় দুইশো গজ সামনের দিকে যাওয়ার পর নৌকার নির্বাচনী ক্যাম্প থেকে অতর্কিত হামলা করা হয়। এ সময় তারা মিছিলে বৃষ্টিরমত ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ইটের আঘাত পেয়ে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক একটি দোকানে ঢুকে নিজেকে রক্ষা করে।

আহতরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগ শাহাদত হোসেন, আশরাফুল ইসলাম, হৃদয়, নাইম ইসলাম, আতিক বাশার সবুজ, ফাইসাল, আবু বাক্কার সিদ্দিক, মিঠু, এনামুল হক, আজাদ, মাসুদ রানা, মিজানুর রহমান, তানভিরুল আলম তোহা, আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ, মেহের আলী, সোলাইমান আলী, মরিয়ম বেগম, আবেদা বেগম, জাহানারা, ছবেদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, আহতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। তারা স্বতন্ত্র প্রার্থী ও টানা তিনবারের সংসদ সদস্য এনামুল হকের কর্মী হিসেবে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। হামলায় স্বতন্ত্র প্রার্থীও ইটের ঘাত পেয়েছেন। নৌকার প্রার্থীর কর্মী গণীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা ও দলীয় লেখক সমিতির সভাপতি ওহিদুল ইসলামের নেতৃত্ব এ হামলা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






