২০২৩ সালে ১.৬ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে ওপেনএআই

ছবি: সংগৃহীত 

বিশ্ব ডেস্ক: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে কাজ করা টেক জায়ান্ট ওপেন এআই ২০২৩ সালে ১.৬ বিলিয়ন ডলার আয় করেছে।

রয়টার্স জানায়, কোম্পানির সিইও ‘স্যাম অল্টম্যানের’ নাটকীয়ভাবে চাকরিচ্যুত হওয়া এবং তারপরে আবার আগের পদে ফিরে আসায় অক্টোবরে ১.৩ বিলিয়ন ডলার থেকে এই সংখ্যাটি বেশী।

কোম্পানিটি আয়ের বেশিরভাগ অংশ এসেছে ব্যাপক জনপ্রিয় চ্যাট-জিপিটি থেকে।

ওপেন এআই-এর বোর্ড অক্টোবরে স্যাম অল্টম্যানকে বরখাস্ত করে কর্মীদের চাপের মুখে পড়েন। পরে কোম্পানিটি সহ-প্রতিষ্ঠাতা অল্টম্যানকে তার পদে ফিরিয়ে নেন।

তাকে কেন বহিষ্কার করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তবে বোর্ড অভিযোগ করেছে, বোর্ডের সঙ্গে যোগাযোগের সময় তিনি ওপেন এআই-এর কাজ সম্পর্কে স্পষ্টতা ছিলো না।