সুদানে এবার সেনাবাহিনীর কার্গো বিমান ভূপাতিত করল আরএসএফ

- আরএসএফ (র্যাপিড সাপোর্ট ফোর্সেস) দাবি: “আমাদের MANPADS মিসাইল দিয়ে ইলিউশিন Il-76 কার্গো বিমান গুলি করে ফেলেছি। ১৮ সেনা নিহত।”
- সেনাবাহিনী: “ডান ইঞ্জিনে টেকনিক্যাল ফল্ট → আগুন → বিধ্বস্ত। কোনো গুলি নয়।”
বিশ্ব ডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের দক্ষিণ কর্ডোফান প্রদেশের অবরুদ্ধ শহর বাবানুসায় মঙ্গলবার (৫ নভেম্বর) সেনাবাহিনীর একটি ইলিউশিন আইএল-৭৬ কার্গো বিমান ভূপাতিত হয়েছে। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দাবি করেছে, তাদের যোদ্ধারা ম্যানপ্যাডস মিসাইল দিয়ে বিমানটি গুলি করে ফেলেছে।
অন্যদিকে সেনাবাহিনী বলছে, ডান ইঞ্জিনে কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১৮ জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল নাবিল আব্দুল্লাহ এক বিবৃতিতে জানান, খার্তুম থেকে বাবানুসা ঘাঁটির উদ্দেশে রওনা হওয়া বিমানটি ১৪ টন খাদ্য ও গোলাবারুদ বহন করছিল। স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে রানওয়ের ৮০০ মিটার দক্ষিণে বিমানটি বিধ্বস্ত হয়।
আরএসএফ তাদের টেলিগ্রাম চ্যানেলে জ্বলন্ত ধ্বংসাবশেষের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর জিপিএস কো-অর্ডিনেট ১১.৩০৬° উত্তর, ২৭.৭৮৯° পূর্ব—যা বাবানুসা বিমানঘাঁটির সঙ্গে মিলে যায়। আরএসএফের মুখপাত্র আহমেদ আল-শামসি বলেন, ‘আমরা সেনাবাহিনীর সরবরাহ লাইন পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছি।’
বাবানুসা শহরটি ১১৭ দিন ধরে আরএসএফের অবরোধে রয়েছে। এটি খার্তুম-নিয়ালা রেল রুটের শেষ সেনা-অধিকৃত ঘাঁটি। শহরের ৩ লাখ বাসিন্দার ৯০ শতাংশ খাদ্য সেনা-বিমানের ওপর নির্ভরশীল।
গত মাসে উত্তর দারফুরের রাজধানী আল-ফাশার দখলের পর আরএসএফ এখন দক্ষিণ কর্ডোফানে অগ্রসর হচ্ছে। সোমবার আল-ওবাইদের কাছে আল-লুয়েব গ্রামে জানাজায় হামলা চালিয়ে তারা ৪০ জনকে হত্যা করে। সুদান ডক্টরস ইউনিয়নের হিসাবে, আল-ফাশারে ২ হাজার ২০০ জনেরও বেশি নিহত এবং ৩ লাখ ৯০ হাজার বাস্তুচ্যুত হয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, বাবানুসা বিমান হামলা যুদ্ধাপরাধের শ্রেণিতে পড়তে পারে। তারা আল-ফাশার ও বাবানুসার ঘটনা নিয়ে নতুন তদন্ত শুরু করেছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ৪ লাখ মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা চেয়েছে।
সুদানের গৃহযুদ্ধ ২০২৩ সালের এপ্রিল থেকে চলছে। এতে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখ বাস্তুচ্যুত হয়েছেন।






