ইউক্রেনের হামলায় রাশিয়ায় ২০ বেসামরিক নিহত

রাশিয়ার বেলগোরদ শহরে ইউক্রেইনের হামলায় একটি গাড়িতে আগুন লেগে যায়। ছবি: সংগৃহীত

বিশ্ব ডেস্ক: রাশিয়ার বেলগোরদ শহরে শনিবার ইউক্রেনের হামলায় দুই শিশুসহ অন্তত ২০ জন নিহত ও ১১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস জানায়, শনিবার (৩১ ডিসেম্বর) বেলগোরদ শহরের কেন্দ্রস্থলে হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি এক বিবৃতিতে বলেছে, ‘এই অপরাধের শাস্তি পেতেই হবে। ‘কিয়েভ’ পরাজয় থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে এবং আমাদের একই ধরনের পদক্ষেপ নিতে প্ররোচিত করছে।’

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম ডেপুটি পার্মানেন্ট রেপ্রেজেন্টেটিভ দিমিত্রি পোলিয়ানস্কি শনিবার বলেছেন, ‘হামলার পর রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।’

ইউক্রেনে পূর্ণ আগ্রাসন শুরুর পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত রাশিয়া সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। এতে ইউক্রেনে কমপক্ষে ৪০ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছে।

ওই ঘটনার পরদিনই বিস্তৃত পরিসরে হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেলগোরদে হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি মন্ত্রণালয়ের উদ্ধারকর্মীদের পাঠানোর নির্দেশ দিয়েছে ক্রেমলিন।

‘ব্যাপক গোলাগুলিতে শহরে প্রায় ৪০টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ১০ টি স্থানে আগুন ধরে গেলে হলে পরে তা নিভিয়ে ফেলা হয়।’

বেলগোরদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, ‘শুক্রবার রাতে বেলগোরদে গুলি করা হয়। এ ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত ও এক শিশুসহ আরও চারজন আহত হয়েছে।’

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে শনিবার ইউক্রেনের গুলিতে এক শিশু নিহত হয়েছে বলে জানায়, ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘তারা রাশিয়ার ব্রায়ানস্ক, ওরিওল, মুরস্ক ও মস্কো অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়া ইউক্রেনের ৩২টি ইউএভি ধ্বংস করেছে।’

এই ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।