ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই: ট্রাম্প

টুইট ডেস্ক: ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভেনেজুয়েলার প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সামরিক মহড়া এবং মার্কিন বাহিনীর সশস্ত্র উপস্থিতি বৃদ্ধির পরও এই মন্তব্য এলো ট্রাম্পের পক্ষ থেকে।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেকোনো মুহূর্তে এই হামলা হতে পারে বলে জানানো হয়। তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবিরোধী অভিযান শুরু করে ওয়াশিংটন। এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে ১৫টি নৌযান।