আসন্ন নির্বাচনে পার্বত্য এলাকায় কঠোর নিরাপত্তার ঘোষণা

বান্দরবানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র দিনব্যাপী সফর: পুলিশ লাইন্স পরিদর্শন, উদ্বোধন ও নির্বাচনী প্রস্তুতি।

বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, বৃহস্পতিবার দিনব্যাপী সফরে বান্দরবান জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে ডিআইজি পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি পুলিশ লাইন্সে নবনির্মিত এমটি শেড, জিমনেসিয়াম এবং ফোর্স মেসের সংস্কার ও আধুনিকায়ন কাজ উদ্বোধন করেন।

এছাড়া বান্দরবান কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মোড়ে ট্রাফিক পুলিশ বক্সেরও উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, সদর সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।

নবসংস্কারকৃত ফোর্স মেসে পুলিশ সদস্যরা এখন স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশে খাবার গ্রহণ করতে পারবেন। জিমনেসিয়াম পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সতেজতা ও কর্মউদ্দীপনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

নির্বাচনী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন ডিআইজি আহসান হাবীব পলাশ। বান্দরবানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “নির্বাচন একটি রাষ্ট্রীয় দায়িত্ব এবং গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের দায়িত্ব নিরপেক্ষতা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করা।”

তিনি আরও বলেন, “ভোটে কেউ ঝামেলা করতে পারবে না। পার্বত্য এলাকার ভোটকেন্দ্রে আগের চেয়ে আরও বেশি নিরাপত্তা জোরদার করা হবে। সবাই নিরাপদে ভোট দিতে পারবেন।” জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় সাফল্য উল্লেখ করে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের পেশাদারিত্ব, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করার নির্দেশ দেন।

প্রীতিভোজে অংশগ্রহণ

দিনের কর্মসূচি শেষে পুলিশ লাইন্স মেসে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন ডিআইজি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি নিজে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি, অফিসার-ফোর্স, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

সার্বিকভাবে সফরটি পুলিশ বাহিনীর আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি হিসেবে চিহ্নিত হয়েছে।