বান্দরবানে চাঁদা দাবি: রাস্তা প্রকল্প বন্ধ, মানববন্ধন

বান্দরবানে রাস্তা নির্মানে বাঁধা ও চাঁদা দাবীর অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন।

অসীম রায় (অশ্বিনী): রাস্তা নির্মাণে বাঁধা প্রদানের প্রতিবাদে মানব বন্ধন করেছে এলাকাবাসী। দীর্ঘ ৪৫ বছরের চলাচলের রাস্তায় পুনঃনির্মাণ কাজে বাঁধা ও চাঁদা ঠিকাদার থেকে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবানের পশ্চিম বালাঘাটা এলাকার সর্বস্তরের জনসাধারণ।

সড়ক চলাচলের বাধা প্রদানকারী দিদারুল করিম বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সেখানকার শতাধিক বাসিন্দারা।

আজ ২৯ শে অক্টোবর বুধবার দুপুরে পশ্চিম বালাঘাটার স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদ কর্তৃক নির্মাণাধীন রাস্তার কাজে দিদারুল আলম গংয়ের বাঁধা প্রদানের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। দীর্ঘ ৪৫ বছর ধরে ভুক্তভোগী পরিবার সড়ক চলাচলের বাধা প্রদানকারী দিদারুল করিম বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সেখানকার শতাধিক বাসিন্দারা।