ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃ’ত্যু

টুইট ডেস্ক : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকালে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে এই ছয়জনের মৃত্যু হয়।
গত এক সপ্তাহে দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন এবং নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৬ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২৬৯ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬ হাজার ৪২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ বছর সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে অক্টোবর মাসে। ইতিমধ্যে অক্টোবরেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৮১ জন রোগী, যা গত সেপ্টেম্বরের ১৫ হাজার ৮৬৬ জনের সংক্রমণ সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ায় অনিশ্চয়তা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সংক্রমণের হার বাড়ছে। তারা ঘর-বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের পরামর্শ দিয়েছেন।






