রাজশাহীতে মাদক জেরে যুবক অ’পহরণ ও কু’পিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাঁটাখালি থানার শ্যামপুর এলাকায় রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উজ্জ্বল হোসেন (৩৯) নামে এক যুবককে অপহরণ করে কুপিয়ে জখম করেছে একদল মাদক কারবারি। আহত উজ্জ্বল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে শ্যামপুর এলাকায় বিজিবি ফেনসিডিলের একটি চালান আটক করে। এ ঘটনায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা সন্দেহ করে যে, উজ্জ্বলই বিজিবিকে খবর দিয়েছিল। এর জের ধরে মাদক কারবারি মাসুদ কসাইয়ের ছেলে জনি, পারভেজ ডাক্তারের ছেলে ডিপু ও বিপু, আকবর আলীর ছেলে অলিসহ আরও ৫–৬ জন দেশীয় অস্ত্র—হাসুয়া, চাইনিজ কুড়াল ও পিস্তল নিয়ে উজ্জ্বলকে লক্ষ্য করে হামলা চালায়।

হামলাকারীরা তাকে জোরপূর্বক বাড়ি থেকে অপহরণ করে সাইদের মোড়ে নিয়ে যায় এবং ফেনসিডিলের ক্ষতিপুরণ হিসাবে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় উজ্জ্বলের মাথায় হাসুয়ার কোপ দেয়, ফলে তিনি গুরুতর আহত হন। এই সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এক ব্যক্তি শাকিবও চাইনিজ কুড়ালের আঘাতে আহত হন।

আরএমপি কাঁটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত এ বিষয় হামলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”