ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান

টুইট ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষাব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত বিএনপির ৩১ দফা বিষয়ক মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
বিকাল সাড়ে চারটার দিকে ভার্চুয়ালী যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জীবনে সফলতার কোন সর্টকার্ট পন্থা নেই। এখন তোমাদের হাতে হয়তো নানারকম ইলেকট্রনিক গ্যাজেট আছে। প্রয়োজনে অপ্রয়োজনে নানাকিছু দেখতে গিয়ে পড়াশুনায় মনযোগ নষ্ট হয়।
তারেক রহমান বলেন, ‘প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। আর এই প্রতিভা বের করে আনতে হবে এবং সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। পুরো শিক্ষাব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞানবিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গোড়ে তোলার বিকল্প নেই।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ঘোষিত ৩১ দফায় অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিএনপি বিশেষজ্ঞ টিম তৈরি করেছে, যারা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে।’
বিকাল তিনটায় শুরু হয় এই অনুষ্ঠান। এতে উপস্থিত হন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থীসসহ শিক্ষকরা।
দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে থাকে। বিকেল তিনটার দিকে পুরো স্কুলমাঠ কানায় কানায় ভরে যায়। শুধু শিক্ষার্থী নয়, বিএনপির নেতাকর্মী, শিক্ষক ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। পুরো মাঠ বিএনপির ৩১ দফা কর্মসূচির প্ল্যাকার্ড ও ব্যানার দিয়ে সাজানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান তার বক্তব্যে বলেন, আমরা একটি সুষ্টু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনবো এবং জনাব তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার শিক্ষার্থী গত ১৬ আগষ্ট এক মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নেয়। সেই পরীক্ষা মূল্যায়ন শেষে আজ ফলাফল ঘোষণা করা হয়। এতে চারটি ক্যাটাগরিতে মোট ৪০ শিক্ষার্থীকে মেধা পুরস্কার দেওয়া হয়।






