বান্দরবানে পালিত হলো বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান”— উন্নয়ন পরিকল্পনার ভিত্তি।
বান্দরবান প্রতিনিধি: “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে পালিত হলো বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা ভিআইপি রোড ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক পরিসংখ্যানই উন্নয়ন পরিকল্পনার ভিত্তি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল ইসলাম, আবু তালেব, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও ব্যবস্থাপনা) এস এম হাসান।
সভায় সরকারি কর্মকর্তা, জেলা পরিসংখ্যান কার্যালয়ের সদস্য, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিসংখ্যানের নির্ভুলতা, তথ্য সংগ্রহের পদ্ধতি ও সরকারি সিদ্ধান্ত গ্রহণে তথ্যের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।