সালমান শাহ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ
টুইট ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালত তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে আদেশ দিয়েছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর অকাল মৃত্যু হয়। অল্প কয়েক বছরের ক্যারিয়ারে তার অভিনয়গুণে তিনি দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। মৃত্যুর এত বছর পরও তার তারকাখ্যাতি অক্ষুণ্ণ রয়েছে এবং ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক হিসেবে তাকে স্মরণ করা হয়।
জানা গেছে,সালমান শাহর মৃত্যুর পর তার বুকের বাম পাশে কালো দাগ ছিল। তার ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি।
তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি সর্বাধিক ১৩টি সিনেমায় অভিনয় করেছেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত।