নোয়াখালী-২: স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর

ছবি: সংগৃহীত

টুইট ডেস্ক: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের (কাঁচি) অফিস ভাঙচুরের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে ওই ইউনিয়নের মিঝি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মেম্বার ফয়েজ উল্যা বলেন, ‘আমি মানিক ভাইয়ের একজন সমর্থক। আমার ব্যক্তিগত অফিসে তার কাঁচি মার্কার পোষ্টার লাগাই। রাত সাড়ে ১১ টার দিকে আমি অফিস বন্ধ করে বাড়িতে আসি। এসময় আমার অফিসের শার্টার ভেঙ্গে নৌকার সমর্থকরা ভাঙচুর ও অফিসে অগ্নিসংযোগ করে। তারা এ ঘটনা করে আমার বাড়ি লক্ষ্য অনেক গুলো ককটেল বিস্ফোরণ ঘটায়। আমি আতঙ্কে অসুস্থ হয়ে পড়ি।’ হামলাকারীরা চলে যাওয়ার পর লোকজন এসে আমার অফিসের আগুন নিভিয়ে ফেলে।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘মেম্বার ফয়েজ উল্যা আমার সমর্থক, তিনি আমার নির্বাচনে প্রচারণায় কাজ করছে।’ তার ব্যক্তিগত অফিসে আমার পোষ্টার লাগিয়েছে। এটি কী তার অপরাধ? আমার নির্বাচনী এলাকায় অস্ত্রধারীরা ত্রাস সৃষ্টি করে চলছে। আমি প্রশাসনের কাছে এর প্রতিকারে দাবি জানাই।’