সোমবার আমরণ অনশনের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
টুইট ডেস্ক: ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার মোড়ে এ ঘোষণা দেন।
এর আগে রোববার (১৯ অক্টোবর) একই দাবিতে ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পরে পুলিশের বাধার মুখে বিকেল ৩টা ২২ মিনিটের দিকে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান তারা।
শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, সোমবার থেকে আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্ছি আমরা। এ ছাড়া ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। রোববার ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে প্রাথমিক বিজয় বলে মনে করছি আমরা।
তিনি আরও বলেন, বাড়িভাড়া ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করলে আমাদের বিজয় চূড়ান্ত হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাব না।
অন্যদিকে, এরইমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। আর এ সুবিধা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।