বিএনপি ক্ষমতায় এলে গ্রামে গ্রামে হেলথ কেয়ার টিম গঠন: তারেক রহমান
গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: তারেক রহমানের ‘হেলথ কেয়ার’ পরিকল্পনা ঘোষণা।
টুইট প্রতিবেদক: বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেলথ কেয়ার’ নামে একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পরিকল্পনা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন,
“আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ টিম গঠন করবো।”
এই টিমে চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান এবং ফিল্ড মোবিলাইজার থাকবেন। তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেবেন। বিশেষভাবে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে টিমগুলো।
তারেক রহমানের মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো “প্রত্যেক ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া” এবং গ্রামীণ হাসপাতাল ও ফার্মেসির উপর অতিরিক্ত চাপ কমানো। পরিকল্পনাটি বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির অংশ এবং সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, এই পরিকল্পনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামীণ উন্নয়নভিত্তিক নীতির ধারাবাহিকতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। দলীয় নেতাকর্মীরা দেশব্যাপী লিফলেট বিতরণ শুরু করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই কর্মসূচি বিএনপির জনমুখী ভাবমূর্তি জোরদার করবে এবং নির্বাসিত নেতৃত্বের মধ্যেও জনগণের আস্থা পুনর্গঠনে ভূমিকা রাখবে।
তবে কিছু বিশেষজ্ঞ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন—বাজেট, অবকাঠামো এবং দক্ষ জনবল সরবরাহের বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।
সবশেষে, বিএনপির এই হেলথ কেয়ার পরিকল্পনা যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে তা বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।