চীনে দুর্নীতি দমন অভিযানে ৯ জেনারেল বহিষ্কৃত
শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে চীনা সেনাবাহিনীর আরও ৯ জেনারেল বহিষ্কৃত
বিশ্ব ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টি এক ঘোষণায় জানিয়েছে, সেনাবাহিনীর নয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দল ও সামরিক বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সামরিক কর্মকর্তা মিয়াও হুয়া (Miao Hua) ও হি ওয়েইডং (He Weidong) সহ আরও সাতজন।
ঘোষণায় বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা “দলীয় শৃঙ্খলা ও নৈতিক মান ভঙ্গ করেছেন” এবং তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
এই বহিষ্কার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন দীর্ঘমেয়াদি সামরিক সংস্কার ও দুর্নীতিবিরোধী অভিযানের সর্বশেষ ধাপ। ২০১২ সাল থেকে শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে সেনা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডজনেরও বেশি উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত, পদচ্যুত বা কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া (Xinhua) জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প, রকেট ফোর্স ও সামরিক সরবরাহ খাতের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, এটি শি জিনপিংয়ের সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক আনুগত্য নিশ্চিতের প্রচেষ্টা।
অভিযানের অংশ হিসেবে, সাম্প্রতিক মাসগুলোতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মকর্তা হঠাৎ করে নিখোঁজ বা পদত্যাগ করেছেন, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পর্যবেক্ষকরা মনে করেন, এই বহিষ্কার কেবল দুর্নীতি দমন নয়, বরং সামরিক নেতৃত্বে সম্পূর্ণ দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশলগত পদক্ষেপ।