জুলাই সনদ সই আজ, বয়কটের ডাক জুলাই যোদ্ধাদের
টুইট ডেস্ক: বহুল কাঙিক্ষত জুলাই সনদ সই হবে আজ। শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকালে বিশিষ্টজনদের উপস্থিতিতে সনদ সই হওয়ার কথা রয়েছে।
এদিকে স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে অনুষ্ঠান চলাকালে সংসদ এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে সরকার।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিএনপি-জামায়াতসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে জুলাই সনদ বয়কটের ডাক দিয়ে সংসদ ভবনের প্রবেশ মুখে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। তারা বলছেন, সনদে জুলাই যোদ্ধারের মূল্যায়ন করা হয়নি। অবিলম্বে জুলাই সনদ সংশোধন করে সংবিধানে অন্তর্ভুক্তের দাবি জানান জুলাই যোদ্ধারা।