জুতার সঙ্গে মোজা পরা ভালো না খারাপ?
টুইট ডেস্ক : শীতকালে মোজা প্রায় সবাই পরেন। কিন্তু অনেকে জুতা পরেন, কিন্তু মোজা পরেন না। মোজা ছাড়াই জুতা পরেন। কিন্তু মোজা ছাড়া জুতা পরা কি ঠিক? এতে কী কী সমস্যা হতে পারে?
গবেষণা অনুযায়ী, জুতা পরলে পা থেকে প্রায় কয়েক মিলিলিটার ঘাম বের হয়। মোজা পরলে পা অত্যধিক ঘামার সুযোগ থাকে না।
কিন্তু মোজা না পরলে পায়ের ঘাম পায়েই শুকিয়ে যায়। আর এই ঘাম থেকে জন্ম নেয় ব্যাকটেরিয়া। যা পায়ের ত্বকে র্যাশ ও চুলকানি সৃষ্টি করতে পারে।
মোজা না পরে শুধু জুতা পরলে পায়ের বিভিন্ন অংশে সরাসরি চাপ পড়ে। এই চাপের জন্য অনেক সময় রক্ত চলাচলও ব্যাহত হয়। মোজা পরলে পায়ে সরাসরি চাপ পড়ে না। এতে কিছুটা হলেও সুরক্ষিত থাকে পা।
শীতকালে অ্যালার্জির সমস্যা বাড়ে। নানা কারণে মাঝেমাঝেই ত্বকে দেখা দেয় র্যাশ ও চুলকানি। মোজা ছাড়া জুতা পরলে অ্যালার্জির আশঙ্কা বাড়ে।
তাছাড়া মোজা না পরলে ধুলোবালি থেকে পায়ে ইনফেকশনও হতে পারে! অতএব জুতা পরলে সব সময় মোজা পরুন! গরমকাল হোক বা শীতকাল!