রাকসুতে ভোটগ্রহণ শুরু, অভিযোগ ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের শুরুতেই ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলেছেন।
তিনি অভিযোগ করেন, জুবেরি ভবন কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখানো হচ্ছে না। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়েছে বলেও গণমাধ্যমকে জানান তিনি।
ভোট দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস প্রার্থী রাফিউল ইসলাম জীবন। তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ওএমআর ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন।
পুরো ক্যাম্পাসে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ৯টি ভবনের ১৭ কেন্দ্রের ৯৯০টি বুথে শিক্ষার্থীরা রাকসু ও হল সংসদের মোট ৪৩টি পদে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন।