ভারতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০
টুইট ডেস্ক: ভারতের রাজস্থানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আরও অন্তত ১৫ জন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজ্যের জয়সলমির-যোধপুর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বাসটি ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমির থেকে যোধপুর যাচ্ছিল। পথে হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক দ্রুত বাস থামালেও, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো যানবাহনে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।
রাজ্য পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে প্রত্যেক হতাহতকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
রাজ্য সরকার ইতোমধ্যে ঘটনাস্থলে উদ্ধার ও সার্বিক সহযোগীতা কার্যক্রম জোরদার করেছে।